Khoborerchokh logo

জিএমপি‘র কোনাবাড়ী থানা শ্রমিক লীগের উদ্যোগে মন্ত্রীর ও সহধর্মিণী এর রোগ মুক্তিকামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত । 356 0

Khoborerchokh logo

জিএমপি‘র কোনাবাড়ী থানা শ্রমিক লীগর উদ্যোগে মন্ত্রীর ও সহধর্মিণী এর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ।


মোঃ তৌফিক ইসলাম
গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গাজীপুর -১ আসনের  সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ  বিযয়ক মন্ত্রী আলহাজ্ব এড.  আ. ক.  ম মোজাম্মেল হক মহামারী করোনা থেকে সুস্থ হওয়ায় এবং তার সহধর্মিণীর রোগমুক্তির কামনায় ও সদ্য প্রয়াত সকল শীর্ষস্থানীয় নেত্রীবৃন্দদের বিদাহী আত্মার  মাগফেরাত এর জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
 ২২ শে জুন সোমবার আসর বাদ কোনাবাড়ী মেট্রো থানা শ্রমিক লীগের অস্থায়ী কার্য্যলয়ে (কোনাবাড়ি বাজার) প্রাঙ্গণ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠাত হয়। কোনাবাড়ী থানা শ্রমিক লীগের আহবায়ক মনোয়ার হোসেন মিন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। কোনাবাড়ী থানা শ্রমিক লীগের সদস্য বি.এম জালাল আহমেদ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান  এম. এ সদস্য গাজীপুর মহানগর আওয়ামী লীগ,
দোয়া মাহফিলে অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন সদস্য সচিব কোনাবাড়ী থানা শ্রমিক লীগ, মোঃ মোসলেম উদ্দিন অর্থ বিষয়ক সম্পাদক কোনাবাড়ি থানা শ্রমিক লীগ, শিল্পী বেগম সভানেত্রী মহিলা শ্রমিক লীগ কোনাবাড়ী মেট্রো থানা, নাজমা বেগম  সাধারণ সম্পাদক মহিলা শ্রমিক লীগ কোনাবাড়ী মেট্রো থানা,  কোনাবাড়ী থানা আওয়ামীলীগ, শ্রমিকলীগ এবং সহযোগী  অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মোশারফ হোসেন খতিব ও পেশ ইমাম (এম.এম সংলগ্ন)  কোনাবাড়ী উত্তরপাড়া জামে মসজিদ  কোনাবাড়ি গাজীপুর ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com